অবস্থান
শাহরাস্তি উপজেলার উত্তরে চাঁদপুর জেলার কচুয়া ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অবস্থিত। এছাড়া দক্ষিণে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার চাটখিল ও রামগঞ্জ উপজেলা, দক্ষিণ পূর্বকোন বেগমগঞ্জ উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
উপজেলাটিতে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। একমাত্র পৌরসভাটি হচ্ছে শাহরাস্তি পৌরসভা। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছেঃ
- পশ্চিম চিতোষী
- পূর্ব চিতোষী
- উত্তর মেহের
- দক্ষিণ মেহের
- উত্তর রয়শ্রী
- দক্ষিণ রয়শ্রী
- উত্তর সূচিপাড়া
- দক্ষিণ সূচিপাড়া
- টামটা উত্তর
- টামটা দক্ষিণ
ইতিহাস
১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.) নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।
জনসংখ্যার উপাত্ত
২০০১ সালের আদমশুমারী অনুযায়ী এ উপজেলার মোট জনসংখ্যা ২,০৩,৯৫২ জন। যার মধ্যে পুরুষ – ৯৮,৮৩০ জন এবং মহিলা- ১,০৫,১১২ জন।
কৃতী ব্যক্তিত্ব
- রফিকুল ইসলাম (বীর উত্তম)
- আই,জি, পি জনাব মোঃ হোসাইন আহাম্মদ
- ডঃ ছাত্তার সাহেবে
- শফিকুর রহমান (ইঞ্জিনিয়ার)
বিবিধ
এ উপজেলার আয়তন ১৫৪.৩১ বর্গ কি. মি। নির্বাচনী এলাকা হলো ২৬৪, চাঁদপুর -৫। মোট ইউনিয়নের সংখ্যা ১০টি, হাট বাজার ২৯টি, ব্যাংক১৩টি
দর্শনীয় স্থান
- শাহিরাস্তি (রহ.) মাজার শরীফ
- শ্রী শ্রী মেহার কালিবাড়ী
- খিলা বাজার ব্রীজ
- চিকটিয়া ব্রীজ
- নোয়াগাঁও ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ
- ডাকাতিয়া নদী।