লেখা যে কোন বিষয়ে লেখা যাবে। তবে সামাজিক নেতিবাচক দিক নিয়ে রিপোর্ট করা যাবে না। সামাজিক নেতিবাচক দিক থেকে উত্তরণের পথ দেখিয়ে বিস্তারিত লেখা যেতে পারে।
প্রথম লেখাটি priyo shahrasti group
এর ইনবক্স এ পাঠাতে হবে। সাথে নিজের ইমেইল (যদি থাকে ) আর মুখ মন্ডলের একটি ছবি দিতে হবে। লেখা নির্বাচিত হলে জানাবো।
নতুন লেখকদের জন্য: লেখার সময় যে বিষয়গুলি বিবেচনা করা যেতে পারে
১. দাড়ি ও কমার পর গ্যাপ দিতে হয়
২. শিরোনাম কখনো অনেক লম্বা হয় না – শিরোনাম এমন হতে হয়, যা দেখে লেখার বিষয় বস্তু ও পাঠকের পড়ার আগ্রহ জন্মাবে। যত ছোট তত ভালো।
৩. শিরোনামে কখনো ” ” ব্যবহার করা ঠিক নয় – অতি প্রয়োজনে এই ভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন – আমার প্রিয় গান “আমার সোনার বাংলা”
৪. বাক্য যেন বেশি বড় না হয়। ছোট বাক্য পড়তে সুবিধা।
৫. প্যারা প্যারা করে লেখা ভালো
৬. প্যারা যেন এক প্রসঙ্গে হয় – এক প্যারা তে দুই বা বেশি প্রসঙ্গ বিরক্তিকর হতে পারে পাঠকের কাছে
৭. অতি প্রয়োজন না হলে “….” ব্যবহার করা উচিত নয়
৮. একাধিক দাড়ি, কমা বা প্রশ্ন চিহ্নের ব্যবহার করার কোনো বিশেষ অর্থ নেই। ফরমাল লেখায় এই ভাবে লেখা উচিৎ নয়।
৯. লেখা যদি কোনো ইন্টারনেটের লেখা বা রেফারেন্সেস ব্যবহার করে তবে তা লেখায় বা লেখার নিচে উল্লেখ করা লেখকের দায়িত্ব। নতুবা লেখাটি মৌলিক হবে না, লেখককে চুরির দায় বহন করতে হবে।
১০. লেখককে অন্যের মতামত, অন্য মতামতের উপর শ্রদ্ধাশীল হতে হবে। পরমত সহিষ্ণুতা লেখককে রাখতেই হবে।
১১. অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া, পোস্ট করা (তার নাম উল্লেখ না করে) শাস্তিযোগ্য অপরাধ। লেখকদের নিজেকে সৎ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ইন্টারনেট এর যুগে লেখা চুরি আজ না হয় কাল ধরা খাবেই।
শুভ সংবাদগুলিই “প্রিয় শাহরাস্তির” প্রধান সংবাদ। খারাপ সংবাদই প্রধান সংবাদ হয় – আমরা এই ধারনা থেকে বেরিয়ে আসতে চাই।