আমার একটি জাদুর জানালা আছে। যে জানালা দিয়ে ভালোবাসারা এসে বাসা বাঁধে! মাঝে মাঝে যখন এই আমার আমি কে হারিয়ে ফেলি, তখনই এ জানালাটা আমি খুলে দেই। কিছু ভালোবাসা এসে আমার হৃদয়ে ভর করে। আমি ফিরে পাই হারানো ছন্দ। ছন্দ দিয়ে গান কিংবা কবিতা লিখি। কখনো কখনো তৈরি করি মানুষকে জাগিয়ে রাখার কিছু উপকরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সে জানালাকে অনেকেই আপনারা www.facebook.com/mywindowbd নামে চেনেন।
এই জানালাটা বানানোর পেছনের গল্পে আসি। আমার বাবা-মা দুজনেই ছিলেন মানুষ গড়ার কারিগর। বলতেই পারেন আমার রক্তে মেশে আছে শিক্ষা আর প্রশিক্ষণ। ক্যারিয়ারের এক যুগেরও বেশি কালের অভিজ্ঞতায় এসে একটা ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে, প্রচলিত ধারায় প্রশিক্ষণের বিনিময়ে প্রশিক্ষণার্থীদের নিকট উচ্চহারে যে ফি নিচ্ছে, তাতে করে অনেকেই “স্বাধ আছে স্বাধ্য নাই” এর বেড়াজালে বন্ধী হয়েই থাকছে। ধীরে ধীরে আমার মত মফস্বল থেকে আসা মানুষগুলো এ জালের স্থায়ী বাসিন্ধা বনে যাচ্ছেন। এ জাল থেকে বের করে এনে সমাজের সকল স্তরের প্রশিক্ষণার্থীদের এক ছাতার নিচে আনার একটা ক্ষুদ্র প্রয়াসের নাম www.facebook.com/mywindowbd
আমার এই প্রয়াসের সাথে প্রতোক্ষ বা পরোক্ষ ভাবে যারা জড়িত আছেন সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা। এই পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
লেখক ও মানবসম্পদ উন্নয়ন কর্মী