সোনার কন্যা, সোনার পায়ে
সোনার নায়ে আসে
পরান মাঝি রুপার ঢেউয়ে
লগি ধইরা ভাসে।
কন্যা বলে ওরে মাঝি
সামলাও তোমার না’হ
এতো উথাল পাতাল করলে কিন্তু
আমি যামু নাহ
মাঝি বলে ওগো কন্যা
একটু সবুর করো
আমি সামলাই নৌকাটারে
তুমি (মনে) আমায় ধরো।
বারো মাসি ঝড় ঝাপটায়
নৌকার কিছু নাই
তুমি কন্যা শেষ ভরসা
সোনার কড়ি তাই
কন্যা থাকলে বাঁচবে নৌকা
এই সায়রে আমি
কন্যার জন্যে নৌকা আমার
জানেন অন্তর্যামী।
কন্যা বলে পরান মাঝি
পরানের গুন্ টেনো
বিপদ আপদ কেটে যাবে
সাথে আছি জেনো।
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ