শিশু পুষ্প শিশু কোমল
শিশু পদ্ম হাসি ঝলমল৷
শিশু অমলিন থাকে নিষ্পাপ
তার চক্ষুসজল চাহনীতে-
কেটে যায় রাগ উত্তাপ৷
শিশু সুন্দর কথা মিষ্ট
তার বাচন ভাঙা সুরে সবে হয় সন্তুষ্ট৷
শিশু তরুলতা থাকে দুর্বল
কটুকথা বলে দিওনা তারে ব্যথা-
যেন না হয় অশ্রুসজল৷
শিশু পুণ্য উদয় আশির্বাদ
লিঙ্গ বৈষম্যে দিওনা তারে ঘোর অপবাদ৷
শিশু স্বচ্ছ পানি পরম স্বাদ
বুকে তার লালিত শত স্বপ্ন করে আবাদ৷
শিশু দৃষ্টি মুগ্ধ নয়নকাড়া
তার চলন-বলন রূপরেখা-
যেন উচ্ছাস আনন্দে দিশেহারা৷
আবার কতেক শিশু ক্ষুধাতুর গান গায়
শত কষ্ট বয়ে নিয়ে দিনরাত কেটে যায়৷
তাদের সেবায় হতে হবে অনুগামী
বঞ্চিত যেন পায় উপকার-
হব অধিকার সংগ্রামী৷
মনে রেখ শিশু বিধাতার শ্রেষ্ঠ উপহার
অবহেলা নয়, স্নেহ-পরশ প্রেম দিয়ে-
আগলে রেখো করিওনা পরিহার
তবু পায় যেন শিশু সমঅধিকার৷
দেওয়ান মোঃ ছাইফুদ্দিন৷ বাবার নাম মাওঃ ছালাহউদ্দিন দেওয়ান ও মায়ের নাম ছালেহা খাতুন৷ চাঁদপুর জেলার সদর উপজেলা, ফরক্কাবাদ গুলিশা গ্রামের দেওয়ান বংশের সন্তান৷ বর্তমানে অনার্স করছেন চাঁদপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে৷ ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি কবিতা, গজল-সংগীত ও আর্টিক্যাল লেখার প্রতি বেশ ভালোলাগা কাজ করে৷ বলতে গেলে, বরাবরই বাংলা সাহিত্যের প্রতি একটা ঝোঁক রয়েছে তার৷