প্রভুর সেবা করি আমি
বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন সেবা দিয়ে,
হিন্দু-মুসলিম, ধনী-গরীব
এসব ভুলে গিয়ে।
মানুষে মানুষে নাই ভেদাভেদ
আমরা সৃষ্টির সেরা জীব
যে করেনা মানব সেবা সে তো
নিকৃষ্ট আর নির্জীব।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
এসো মানব সেবায় মেতে উঠি
ভেদাভেদ ভুলে যাই।
,
আল্লাহকে খুশি করার জন্য
সেবাই অন্যতম রাস্তা,
মানুষের সেবা করলে তবে
বাড়বে নিজের উপর আস্থা।
,
মানুষের সেবাই মহান ধর্ম
করলে খুশি মনে,
সৃষ্টি খুশি তার স্রষ্টা খুশি
খুশি জনে জনে।
,
এসো মিলে মিশে এগিয়ে চলি
সেবার ব্রত নিয়ে
বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন এর
সেবার মধ্য দিয়ে।