Happy Mother’s day maaa – আল্লাহ সব মায়েদের ভালো রাখুন

আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে,দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস।তিনি ছিলেন সমাজকর্মী, প্রথমত এই দিবসটি যুক্তরাষ্ট্র এ উদযাপন করা হলে ও বর্তমানে পৃথিবীর সকল দেশগুলোতো অতি আগ্রহের সাথে মে মাসের দ্বিতীয় রবিবার খুবই সম্মানজনক ভাবে পৃথিবীর সকল মায়েদের উদ্দেশ্যে দিনটি পালিত হয়।

মা কথাটি অতি ছোট্ট হলে ও এর মধ্যে রয়েছে ভালোবাসার এতই গভীরতা, মায়া মমতা যার সাথে কোনো কিছুর তুলনা হয় না,আসলেই তাই,হবেই না কেন!!

সবদিক দিয়ে মা, শ্রুতিতে মধুময়,সর্বখানে শুধূ মা আর মা যার কাছে রয়েছে মন খারাপের সময় মন ভালো করার হাজারো রকমের ঔষধ।তার চেয়ে বড় কথা হলো মা ডাক শুনলেই চোখের সামনে ভেসে উঠে মায়াবী সুন্দর মুখ যা পৃথিবীর অপরুপ সৌন্দর্যকে ও হার মানাবে। যার মুখে লেগে থাকে স্নেহ, মমতা আর ভালোবাসার পরশ।

মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভুতি নেই, মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো দাঁড়িপাল্লায় মাপা সম্ভব নয়। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল কিন্তু মায়ের ভালোবাসা অপরিবর্তনশীল। সেই ছোট ছোট পায়ে মায়ের হাত ধরে পথ চলতে চলতে এই সাফল্যের দ্বারপ্রান্তে পোঁছানো থেকে শুরু করে সকল কিছুতে মায়ের অবদান অপরিসীম।

মা তুমি আমার জীবনের প্রথম দেখা, তোমার মাধ্যমে আল্লাহর অপরিমেয় এই দুনিয়াতে এসে অপরুপ সৌন্দর্যের লীলাভূমি দেখেছি। সেই ছোট থেকে শুরু করে কতই না কষ্ট করে আসছো,,হাজার ও রাগ অভিমান ভুলে বেহায়ার মতো সবসময় যাতে সন্তানের ভালো হয় সেই কামনা করছো,, তোমার সেই ত্যাগ ভালোবাসা মায়া আদর স্নেহ আমাকে মুগ্ধ করে দেয়। সবসময় পাশে এমন ভাবে থেকেছো হাজার ও ভুল করলে অনায়াসে মাপ করে বুকে টেনে অনেক যত্ন সহকারে বুঝিয়ে দেও যাতে আর কখনো ভুল কাজ না করি। বিপদেআপদে কেউ পাশে না থাকলে ও তোমাকে সবসময় পাশে পাই।। মুখ ফুটে কিছু না বলতেই বুঝে ফেলো আমি কখন কি চাই। তাছাড়া পথ চলায় তুমি এ তো নির্দেশনা দিয়েছো কীভাবে চললে ভালো মানুষ হওয়া যায়,ভালো মনুষ্যত্ব লাভ করা যায়। মা তুমি জীবনের প্রথম থেকে যেইরকম ছিলা ঠিক সেইরকম ভাবে আমার সাথে থাকো এবং আমি ও তোমার দোয়া নিয়ে বেছে থাকতে চাই। আল্লাহ যাতে তোমার আয়ু হাজার বছর বাড়িয়ে দেয় এবং তোমার হাতটা সারাজীবন যাতে ছায়ার মতো আমার মাথার উপরে থাকে।

সর্বোপরি বলতে চাই মা তোমাকে আমি এতোটাই ভালোবাসি যে, তুমি ছাড়া আমার জীবন অস্তিত্বহীন, তুমি ছাড়া আমার জীবন শূন্য মা,,তোমাকে ছাড়া কখনো ভালো থাকতে পারি না,,খুব কষ্ট হয় যখন তোমাকে ছাড়া দূরে থাকি,,তুমি ছাড়া কিছুই ভাবতে পারি না। সবসময় দোয়া করো মা যাতে ভুলে ও তোমাকে কখনো তিল পরিমান কষ্ট না দেই, শুধু আজকের দিন নয় প্রতিটি মূহুর্তে আমি তোমাকে ভালোবাসি,ভালোবাসি ভালোবাসি। আর এই ভালোবাসা সবসময় অপরিবর্তনশীল থাকবে।।

আজকের এই মা দিবসে আমার পক্ষ থেকে পৃথিবীর সকল মায়েদের জন্য রয়েছে অপূরন্ত ভালোবাসা আর বিশেষ করে আল্লাহর কাছে দোয়া রইলো যাতে সকল মায়েদের হাজার বছর আয়ূ বাড়িয়ে দেয়।

সবাইকে মা দিবসের শুভেচ্ছা,,মা যেমন ভাবে সেই ছোটবেলা থেকে আমাদের অনেক যত্নসহকারে সেবা করেছে ঠিক একই ভাবে আমরা মায়েদের সেবা যত্ন করে তাদের হাসিখুশি রাখি।

Happy Mother’s day maaa – আল্লাহ সব মায়েদের ভালো রাখুক এই চাওয়া মহান আল্লাহর কাছে।