দিন পেরিয়ে কাজ ফুরিয়ে
এলো বিকেলবেলা
সঙ্গী-সাথী এক হয়েছে
করিস নে অবহেলা৷
দৌঁড়, ঝাঁপ আর হট্টগোলে
জমছে আসর মেলা
অপেক্ষা কি যাসনে কেন
বসে তুই একেলা৷
বিষন্ন মন তাই কি বুঝি
ঘটনা কি বল
এক নিমিষেই ভালো হবে
খেলার মাঠে চল৷
কেউবা খেলে ক্রিকেট আর
কেউবা ফুটবল
কেউবা জোরে আঘাত কষে
খেলছে ভলিবল৷
কেউবা আবার লাটিম ছুড়ে
ঘুরছে অনেক্ষণ
কেউবা নেটে কক ছুড়িয়ে
খেলছে ব্যাডমিন্টন৷
ছোট্ট কিশোর ঘুড়ি উড়ায়
চোখ দু’টো ছল্-ছল্
নীলাভ আকাশ সজীবতায়
শক্ত মনোবল৷
হরেক রকম খেলার আসর
নিত্যদিনেই জমে
দর্শক সারি হাততালি দেয়
আনন্দ উদ্যমে৷
মুক্ত আকাশ, মুক্ত বাতাস
সুপ্ত হাসি মেলে
বিষন্নতার ছাপ কাটিয়ে
যায় যে সবি ভুলে৷
শরীর-মনে শান্তি আনে
ক্লান্তি করে দূর
হর্ষপুলক আমেজ নিয়ে
মাঠ হয় ভরপুর৷
দেওয়ান মোঃ ছাইফুদ্দিন৷ বাবার নাম মাওঃ ছালাহউদ্দিন দেওয়ান ও মায়ের নাম ছালেহা খাতুন৷ চাঁদপুর জেলার সদর উপজেলা, ফরক্কাবাদ গুলিশা গ্রামের দেওয়ান বংশের সন্তান৷ বর্তমানে অনার্স করছেন চাঁদপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে৷ ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি কবিতা, গজল-সংগীত ও আর্টিক্যাল লেখার প্রতি বেশ ভালোলাগা কাজ করে৷ বলতে গেলে, বরাবরই বাংলা সাহিত্যের প্রতি একটা ঝোঁক রয়েছে তার৷