সততা

সততা তুমি যে মহান,’
মহৎ মানব চরিত্রে তোমার স্থান।
যিনি সততা অর্জন করতে পারেন,
আদর্শ ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেন।

সততা তুমি হে মহান,
তুমি মানব চরিত্রের অলঙ্কার।
সৎ লোক মাত্রই চরিত্রবাদ,
সমাজে পান অনেক সম্মান।

সততা সুন্দর, সততা মহান,
প্রতিটি ক্ষেত্রে তোমাকে দরকার।
আমরা চেষ্টা করিবো,
তোমার সম্মান রাখিবার।