আল্লাহর রহমতে চারটা দিন খুব ভালো ভাবেই কেটে গেল হোটেল কোয়ারেন্টাইনে, আশা করছি বাকী দিন গুলো ভালো কাটবে আপনাদের দোয়ায়, উপর ওয়ালার কৃপায় সে আশায় বাসায় ফেরার দিন গুনছি।
কোন কিছুর অসুবিধা হচ্ছে না! বেবীরাও খুব বেশী
বিরক্ত করছে না, আপন ভূবনে ওরা ব্যস্ত। নিত্য নতুন খেলনা পাচ্ছে রোজ রোজ, আগামী কালকে কি খেলনা সারপ্রাইজ আসবে সেই উৎসুক মন নিয়ে ঘুমাতে যায়। ঘুম থেকে উঠেই প্রথম মা ডোর বেল বেজেছিলো? যদি বলি হুম, প্যাকেট পেয়েছো মা ? দেখিয়ে দিলেই এক দৌড়। ব্যস আর কি চলবে সারাটা দিন এই বিষয়ে প্ল্যান প্রোগ্রাম।
আমিও এই সুযোগে বই পড়ছি আর দেদার ঘুমাচ্ছি।
দোয়া করবেন আমাদের জন্য
কোভিড -১৯ টেষ্টের জন্য নমুনা নিয়ে গেছে, আগামী কাল রেজাল্ট দেবে।
আমার আবার একটুতেই চিন্তা রোগের বাই আছে। টেষ্ট নিয়ে ভাবছি কি হয় কি হয়।
কিছুটা বিষন্নই ছিলাম।
সবার মঙ্গল কামনা করছি, ঘরে থাকুন সুস্থ থাকুন।
ও হ্যাঁ আরও একটা কথা, অনেকেই মনে করতে পারেন রোজ রোজ ছবি পোষ্ট করা ঢং,
প্লিজ ইগনোর করুন, কারও যদি মানসিক অবস্থা ভালো না থাকে সবকিছুই অতি রন্জিত লাগে বৈকি।
কিন্তু আমি পোষ্ট করি আমার ফটো আর্কাইভ ও ম্যামরিকে ধরে রাখতে।
প্রত্যেকটা মানুষ আমরা যে যার জায়গা থেকে লড়ে যাচ্ছি যার যার মতো।
জীবনু যুদ্ধে আমরা সবাই আতংকিত।
কিছুটা বিষন্ন লাগছে, কিছুতেই মন বসে না যেন, তাই ভাবলাম লিখে ফেলি, কেউ পড়ুক বা না পড়ুক, আমার কাজ আমি করি। কি লিখি ভাবছি, চলুন বরং একটা পকেট গল্প পড়ি, মানে আপনারা পড়বেন আর আমি লিখতে বসলাম। গল্পটার নাম “সাদা কাক “
আমায় একটা কাক এনে দেবে ?
সাদা, ধবল কাক ..!
ধুর ! সাদা কাক হায় নাকি ! য্ত্তসব ফালতু আবদার !
আরেহ! হয় তো বাবু ! আমি দেখেছি, বিলিভ মি .. জিওগ্রাফি চ্যানেলে .. আফ্রিকায় আছে। মোটেও গুল মারছি না, বিশ্বাস করো !
আমি অমন আজগুবী বক কে কাক আর কাক কে বক বানিয়ে আজগুবী স্টোরি বানিয়ে ফেউ ফেউ কাঁদি না !
মাইরি কি যে জুটলো আমার কাপালে .. অদ্ভুত সব আবদার ধরে বসে .. কেন বাবা তুই শাড়ি গয়নার বায়না জানিস না !
বাবু বিশ্বাস করো .. বিশ্বাস করো বলছি ! মোট্টেও মিথ্যে বলছি না .. দাঁড়াও এক এফ বি বন্ধু একবার ছবি পোষ্ট করেছিল … দাঁড়াও বের করছি ! ওয়েট … উমমম এই যে পেয়ে গেছি .. ! দেখো দেখো ! এই তো সাদা কাক ! কি বিশ্বাস হলো তো এবার ? বলেছিলাম, আমি গুলতানি মারি না বুঝলে।প্রমান দিয়ে দিলাম।
আরেহ নাহ রে শাকচুন্নী..ঐ লোক নিজে তোলে নি ছবিটা
দুনিয়াতে সাদা দেখতে কাকের মতো কত পাখি আছে
আমরা কি আর নাম জানি !
দেখো বাবু তুমি কথা পাল্টাচ্ছো কিন্তু !
মোটেও না !
আচ্ছা উনাকে ফোন দেই তবে, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে সব।
দাও দাও .. যতো পারো দাও !
আমি মানছি না .. তোমার ঐ চক মাখা কাক কে। হ্যালো
আমি ঐশী বলছি মিথুন ভাইয়ের সাথে কথা বলা যাবে ?
আমার একটা জিনিসের জন্য হাসব্যন্ডের সাথে ঝগড়া হচ্ছিল ভাবলাম উনার কাছে সিউর হয়ে নেই।
সাদা কাকের ছবি দিয়েছিলেন এফ বিতে উনি তখন মিশনে ছিলেন। ছবিটা উনার তোলা কিনা।
জ্বি কি বলছেন আমি বিশ্বাস করতে পারছি না … মিথুন ভাই নেই, ছেলের জন্য সাদা কাক ধরতে গিয়ে সাপে কেটে মারা গেছেন ! ওহ আল্লাহ ! সাদা কাক আছে তবে !
শুধু মিথুন ভাই নেই।
কি শাকচুন্নী বলেছিলাম না সাদা কাক বলে কিছু নাই
প্রমান পেলে তো !
সত্যি বলছো বাবু সাদা কাক নেই, যার কাছে ছবি দেখেছি
উনি সাদা কাক হয়ে গেছে, জানালার ওপারে উদাস হয়ে সাদা কাক দেখতে লাগলো দুজনেই।
সবার মঙ্গল কামনাই আমি করি। পৃথিবী আবার শান্ত হবে। ইনশাআল্লাহ !
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে “বিষাদ-সিন্ধু” আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।