এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউণ্ডেশন সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ফিতরা নির্ধারণ করা হয়।
ইসলামিক ফাউণ্ডেশন এর মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন,পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে।
গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকাই ছিলো তবে সর্বোচ্চ ছিলো ২৩১০ টাকা। কমিটির সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
ইসলামি শরীয়ত মোতাবেক সামর্থ্য অনুযায়ী আটা,খেজুর, কিসমিস, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরীবদের মধ্যে বিতরণ করতে হয়। আটার ক্ষেত্রে এর পরিমাণ ১ কেজি ৬৫০ গ্রাম। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের মাধ্যমে সাদকাতুল ফিতরা আদায় করতে হয়।
সুতরাং হাদিস ও পবিত্র কোরআনের আলেকে আল্লাহর নির্দেশ মোতাবেক রমজান মাসে নির্ধারিত ফিতরা গরীবদের মাঝে বিতরণ একান্ত অপরিহার্য।
লেখক ও সমাজকর্মী