সাবিনা ইয়াসমিন পিংকি: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মূহুর্তে বাংলাদেশের উপর লম্বালম্বি ভাবে অবস্থান করছে সূর্য। চলতি মাসের পুরোটা সময় সূর্য এ অবস্থানেই থাকবে। এর ফলে মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে।
এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক বলেন, চলতি মাসে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তেই থাকবে। এ মাসে তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে পারে। অন্যদিকে পুরো মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
তিনি আরও জানান চলতি মাসে ২০ এপ্রিল রাঙ্গামাটিতে তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
আবহাওয়ার তথ্য অনুযায়ী জানা যায়,১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। তারপর ১৯৭২ সালের ১৮ ই মে রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় দফায় ২০১৪ সালের ২৮ ই এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র এ গরমে জনজীবনে অস্বস্তি নেমে আসছে, তাছাড়া প্রচন্ড গরমে রোগজীবাণুর আক্রমণ বেড়ে যাবে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন – বিশেষ করে পরিবারের বাচ্ছা ও বয়ষ্ক সদস্যদের প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখা প্রয়োজন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।
লেখক ও সমাজকর্মী