আমার পৃথিবী

প্রেমে প্রেমে এবং ভালোবাসায়
যে প্রেম অন্য কাউকে ভাসায়;
যে ঠোঁট, ঠোঁটে চোঁয়াতে ভয়
বলো সে কি করে আমার হয়!

হে, কেন তবু ভালোবাসি তাকে
প্রবোধে বাধি আবেগী আপনাকে
আমার পৃথিবীও ঘুরে বৃত্তাকারে
কেন্দ্র যাঁকে, ভালো কি বাসে তারে?

জানি না, জানতে চাই সব উত্তর
সম্পর্ক কি, কেন, নারী কিংবা নর!

আমিও ভাবি এ কেমন,
কেন একতরফা ভালোবাসা?
কেনইবা আবাদ অনুর্বর ভূমি,
হই ভয়াল কষ্টের চাষা!

কেনই বা হই কৃষ্ণ রাধার
দৃঢ় মুষ্টি বদ্ধ সহস্র বাধার!
রাধা বানাই কৃষ্ণ সাধার
স্বপ্ন আলোয় সহস্র আধার;

অতঃপর পৃথিবীর ক্লান্তি আসে
কক্ষপথের সু-দীর্ঘ নিঃশ্বাসে
তাতে আমারও ভীষণ কষ্ট হয়
এমন কেন? নির্বাসন কেন নয়?

হয়তো এ ভাবে হারাবো আমি কষ্ট জমে,
কষ্ট জমে পাহাড় হতে হতে
আমার পৃথিবী থেমে যাবে, হটাৎ করে
থেমে যাবে তার কক্ষপথে।