হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
সমস্থ স্তূপাকার লাশ তোমাকে দিলাম একসাথে
পারো যদি – তোমার নিস্প্রান সৃষ্টির দিকে তাকিয়ে
এবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
তোমার আপন সন্তানদের তোমাকে দিলাম একসাথে
পারো যদি – তোমার যীশুর আত্মদান ভেবে
এবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
ধর্মভীরু, তোমার ধার্মিক অঘ্র্য তোমাকে দিলাম একসাথে
পারো যদি – হে মহানুভব হে পরম দাতা
এবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
রক্তের মহাসাগর তোমাকে দিলাম উত্তাল ডেউয়ে
পারো যদি – রক্তস্নানে যদি ঘৃণা হয় তোমার, হে দয়ার সাগর
এবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
মায়ের আহাজারী, চোঁখের জল তোমাকে দিলাম একসাথে
পারো যদি – এই দ্বিতীয় উপাস্য মায়েদের দিকে তাকিয়ে
এবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
বাবা’র হাহাকার, চাপা কান্না তোমাকে দিলাম মহাশূন্যে
পারো যদি – এই যীশুদের মৃত মুখের দিকে তাকিও, হে করুনাময়
এবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
গোনার জন্যে কিছু পশু বলী হলো, তোমার জন্যে
পারো যদি – আমাদের শুনাও তুমি পশু বলী পছন্দ করো না!
বলি বন্ধ হবার কৃপা করো আমাদের।
হে প্রভু
তিনশো ঊনষাট বা দুইশ তিপ্পান্ন – এই সংখ্যা যাই হউক
আমরা তো তোমার চেয়ে বেশি পরিকল্পনাকারী হতে পারি না!
পারো যদি – রক্ষা করো, রক্ষা করো তোমার সৃষ্টির সেরা সৃষ্টি
তুমি যে ভাবে রক্ষা করেছো আমাদের পূর্ব পুরুষদের
এবারও কৃপা করো আমাদের
হে প্রভু!
সাহাদাত মানিক
ক্যানবেরা
২৬/০৪/২০১৯
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ