“আমি আমাদের টিমকে কে সন্মান করলো, কে করলো না, এ নিয়ে মোটেই উদ্বিগ্ন নই। আমার চিন্তা আমাদের পারফরম্যান্স নিয়ে, এবং দল কি ভাবে বাকি ম্যাচগুলি জিতবে তা নিয়ে। এটিই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন। সম্মান, একেক জন একেক রকম, তারা বিভিন্ন ভাবে ভাবে প্রকাশ করে কিন্তু আমি মনে করি না, এই শ্রদ্ধা ২২ গজে (খেলাতে) কোনো কাজে দিবে!”
বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, এই উত্তরটি দিয়েছিলেন, বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, অন্য দলগুলো এখন কি তাদের বেশি সম্মান দিচ্ছে? তিনি কি মনে করেন।
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ