তোমাকে চেয়েছি

তোমাকে চেয়েছি
প্রিয় নদীটার মতো করে
একটু ডাকাতীয়া
একটু অশান্ত মন;
অকারণ আবেগ ভরে!

তোমাকে চেয়েছি
সাদা বকের ডানায়
জেগে উঠা চর
হাতের মাঝে হাত ;
যা তোমাকেই মানায়!

তোমাকে চেয়েছি
সবুজ মেহেদী পাতায়
রঙে রাঙা বধূ
লাজুক লাজুক;
জীবনের ভালোবাসায়!

তোমাকে চেয়েছি
ঘাটে বাধা বেদের নায়ে
যতদূর নদী
যতদূর জল;
ডানে বৈঠা তুমি বায়ে!

তোমাকে চেয়েছি
বাউল বাবার একতারাতে
শব্দে সুরে
গেরুয়া চাদর;
শুকনা মরিচ ডালে ভাতে!

সাহাদাত মানিক
ক্যানবেরা