নুপুর পায়ে টিনের চালে
ভোর সকালে ঘুম ভেঙে যায়
বৃষ্টি নাচে মৃদু তালে
জলের ফোঁটায় ডাকছে আমায়।
পর্দা সরাই জানলা খুলি
ভিজাই দুহাত বাড়িয়ে দিয়ে
ভিজা বাতাস মুখটা তুলি
মন পাখিটা সাথে নিয়ে।
আদর করে দিচ্ছি তাড়া
মন পাখিটা মন গভীরে
ডাকছি পাখি দেয় না সাড়া
কুঁকড়ে আছে প্রেমের জ্বরে!
বলি আসো দেখবো তোমায়
মনটা বলে আমিও আশায়
তোমায় দেখি মনটা যে চায়
মন মাঝি তার নৌকা ভাসায় !
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ