প্রশ্ন করোনা – ১

প্রশ্ন করোনা
কেন তোমার চোখের দিকে তাকিয়ে থাকি
কেন তোমার ঠোঁটের প্রতিটি শব্দ, ঠোঁট
কেন ছুয়ে যায় আমার অনুভব!
প্রশ্ন করোনা।

প্রশ্ন করোনা
কেন তোমার কোলে মাথা রাখি
কেন চাদনি রাতে জোৎস্না কে ভুল করি
কেন ভাবি আমিই হব তোমার অনাগত সন্তান
প্রশ্ন করোনা।

প্রশ্ন করোনা
কেন নির্জন একলা তোমার পাশে আমি থাকি
কেন গভীর রাতে এই আমাকেই খুজে পাও
কেন চোখ অথবা ঠোঁটের কোনে, দু:খে সুখে
প্রশ্ন করোনা।

প্রশ্ন করোনা
কেন বাউল মন, একলা চলে চোরাবালির পথে
কেন বেদুইন মন বলে না তোমায় ঘরে এস
কেন স্বনির্বাসনে, চোখের বাইরে থাকি তোমার
প্রশ্ন করোনা।

প্রশ্ন করোনা
কেন নতজানু ভালবাসা হয়না তোমাতে
কেন মহা বিপ্লব দেখি আমার আমিতে আমি
কেন মিথ্যা বলি, প্রয়োজন নেই আমার
প্রশ্ন করোনা।

প্রশ্ন করোনা
কেন এই রাজকন্যার মধুর মাদকতায় নেশাগ্রস্ত
কেন যৌক্তিক ডুবে যায় অযৌক্তিকতায়
কেন খুন হয়েও ফেরারী হই, আড়াল করি
প্রশ্ন করোনা।

প্রশ্ন করোনা
কেন আমি এতটা অবুঝ, অসম্ভব প্রেমিক
কেন তোমাকে বলি না বিলীন হও আজীবন
কেন তোমার হাতের আলপনায় গভীর কাল দাগ
প্রশ্ন করোনা।