প্রশ্ন করোনা
কেন সকাল থেকে বসি আছি
ঐ আকাশটার এক প্রান্ত ধরে
বসে আছি রাজকন্যার ঘুমে ঘুমে
চায়েও চুমুক নেই, শীতল না বলা কথায়
কেন এই বয়স্ক কিশোর বিলাস!
এ সব প্রশ্ন করোনা তুমি!
প্রশ্ন করোনা
কেন দেয়ালে দেয়ালে পোষ্টার এটে
তোমাকে বলি – মনে রেখো;
নিজের স্লোগান পাল্টাই নিজেই
এই আছি, এই নেই
কেন এই ডুব সাঁতার, কেন এই কানামাছি!
এ সব প্রশ্ন করোনা তুমি!
প্রশ্ন করোনা
কেন কাল বন্য ঘোড়ায়
তোমাকে বলি – সওয়ার হও;
অথচ আমি জানি কতটা কান্ত আমি,
কেন এই গতি প্রীতি,
পেতে চাই পিপিলিকার পাখা!
এ সব প্রশ্ন করোনা তুমি!
প্রশ্ন করোনা
কেন তোমায় বয়ে বেড়ানো
ট্রেনের শব্দ, আমি ইথারে শুনি;
দুপাশের দ্রুত ছুটে চলা
বিশাল প্রকৃতীর প্রেমে পড়ে যাই
কেন এই শব্দে শব্দে ছবি আঁকা,
তুঁলিতে রং ছোয়াই তোমার আকাশে!
এ সব প্রশ্ন করোনা তুমি!
প্রশ্ন করোনা
কেন জলন্ত কয়লা রাখি বুক পকেটে
কিছু হবে না, ভেবেই ঘুমিয়ে পড়ি
অচেনা এক লোকাল প্লাটফর্মে
কোন আন্ত নগরই থামে না যেখানে
কেন সপ্ন দেখাই, বলি দেখা হবে,
হাতে ধরিয়ে দেই আন্ত নগরের ট্রেনের টিকিট!
এ সব প্রশ্ন করোনা তুমি!
প্রশ্ন করোনা
কেন পালিয়ে বেড়াই স্বপ্ন থেকে
দুরের কোন গ্রহে
কেন বাউলা-বাউলী খেলতে বলি
সাজতে বলি প্রেমের হাটের বুলবুলা!
এ সব প্রশ্ন করোনা তুমি!
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ