আমার গ্রাম

গ্রামের নাম আহম্মদ নগর। এই গ্রামটি চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় অবস্থিত। শৈশব থেকেই এই গ্রামের সাথে পথচলা। আর এখনও। আমাদের গ্রামটি অনেক সুন্দর। গ্রামের মাঠগুলো কতই না সুন্দর। দেখলেই শুধু দেখতে মন চায় সেই মাঠগুলো।আমাদের গ্রামের মাঠে রয়েছে একটি বিশেষ পুকুর। এই পুকরটিতে গ্রামের ছেলে-মেয়েরা গোসল করতে আসে। বিশেষ করে আমার সমবয়সীরা। সবাই মিলে অনেক আনন্দ করি এই পুকুরটিতে। আর অন্যদিকে বিকেল হলে যাই খেলতে গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে। গ্রামে রয়েছে বিভিন্ন ধরনের গাছ-গাছালি।এদের মধ্যে আম, জাম, কাঁঠাল, তাল, চালতাসহ আরও অনেক কিছু। এইসব গাছ-গাছালি আমাদের গ্রামকে সৌন্দর্যে মুগ্ধ করে দেয়।

অন্যন্যা গ্রামের মতোই আমাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে।তারা যে যার কাজে ব্যস্ত থাকে।

বিশেষ করে আমাদের গ্রামের অধিকাংশ লোকই কৃষিকাজ করে থাকে। ধান আমাদের গ্রামের প্রধান উৎপন্ন শিল্প। যখন গ্রামে ধান কাটার সময় হয় তখন গ্রামের সবাই অর্থাৎ পিতা-মাতা এবং তাদের সন্তানরা এসকল কাজ করে থাকে। আর এই কাজের মধ্য দিয়ে তাদের যেমন কষ্ট হয় তেমনি তারা এই কাজে আনন্দ উপভোগ করে নেয়।

তাছাড়া গ্রামের পাশেই রয়েছে ২ টি বিদ্যালয়।প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

আর অন্যদিকে ফ্যামিলি প্ল্যানিং,ডাক্তারখানা ইত্যাদি রয়েছে।যাহা বলা যায় গ্রামের গরীব মানুষরা এখানে অনেক সহযোগিতা পেয়ে থাকে।

বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে আমাদের গ্রামটিও অন্যতম। বাংলার দৃশ্যমান,রূপবৈচিত্র আমাদের এই আহম্মদ নগর। মনে প্রাণে আমরা আমাদের গ্রামকে ভালোবাসি। এই গ্রাম আমাদের অনেক কিছু জুড়িয়ে দেয়। বিশেষ করে ছোটবেলার স্মৃতিগুলো। গ্রামের সকল মানুষের স্নেহে আর আদরে আমাদের গ্রামটি হয়ে উঠে এক সৌন্দর্যময় গ্রাম। আমরা সবাই আমাদের গ্রামকে অনেক ভালোবাসি।