টনটনের মাঠটি ছোট আকৃতির। ছোট আকৃতির মাঠে ওয়েস্ট ইন্ডিজের হিটার ব্যাটিংদের বিপক্ষে বাড়তি স্পিনার খেলানোয় ঝুঁকি রয়েছে। স্পিনারদের একটু তুলে মারলেই হয়তো বল সীমানার ওপারে চলে যাবে।
কিছুদিন আগে একই মাঠে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের খেলা হয়েছিল।সেই ম্যাচে পাকিস্তান ৪ জন পেইসার নিয়ে খেলেছেন এবং ১ জন স্পিনার নিয়ে খেলেছেন।বলতে গেলে ঐ দিন পাকিস্তানের ৪ জন পেইসার ম্যাচে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে অর্থাৎ তারা অনেক ভালো বল করেছে।
এখন বাংলাদেশ কী করবে?
৪ জন পেইসার নিয়ে খেলবে না আগের দলগঠন অনুসারে খেলবেন?
কারো কারো মতে,সামনের ম্যাচে বাংলাদেশের একাদশ পরিবর্তন আসতে পারে।এখন কথা হলো যে,মেহেদি মিরাজকে বাইরে নিয়ে কি গতিতারকা রুবেল একাদশে জায়গা পাবেন?
তা নিয়ে পেইস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ কী ভাবছেন?
রুবেল খেলবে কি খেলবে না,এটা নির্বাচকদের ব্যাপার। এটা সত্য রুবেল গত বছর দারুণ এক মৌসুম কাটিয়েছে। সে এবছরও ভাল বল করছে। আমার মনে হয় সে সামনেই সুযোগ পাবে। আমাদের আরও বেশ কয়টি খেলা আছে। নির্বাচকরা যখন মনে করবেন, তখনই সে সুযোগ পাবে।আমার ধারণা রুবেলও তৈরি আছে।
ওয়ালশ আরও জানান,রুবেল অনুশীলন করা সময় ভালো বল করছে এবং তার এই ভাল বল করাটা বাংলাদেশ দলের জন্যই মঙ্গলজনক।
ওয়ালশ টনটনে চার পেসার খেলানো সম্পর্কে বলতে গিয়ে মাঠের আকৃতিকে কোনরকম প্রাধান্য দেননি।মাঠ ছোট, স্পিনার খেলানোয় আছে রাজ্যের ঝুকি। এমন কথা বলেননি একবারের জন্য।
বরং এই ফাস্ট বোলারের কথা,আসলে সবার আগে উইকেট দেখতে হবে।তাই উইকেটের কথায় যদি ৪ জন পেইসার নিয়ে খেলানো হয় তাহলে রুবেল অবশ্যই পাবে। একাদশে সুযোগ পাবে।
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী