ব্যাটসম্যানরাই ইংল্যান্ড পাকিস্তান ম্যাচে – আজকে চমক দেখাবে না বোলাররা?

আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে ইওন মরগ্যানের নেতৃত্বাধীন দলটি তাদের ভাগ্য খুলে দিয়েছে।

এই বিষয় নিয়ে ইয়ন মরগ্যান টিম ম্যানেজমেন্টে জানান;- আজকের ম্যাচে সকল ব্যাটসম্যানরাই বিখ্যাত। কারণ মাঠটি ব্যাটিং ক্রীজ। যেকোনো ব্যাটসম্যান যেকোনো মূহুর্তে চমক দোখাতে পারেন।তাই ইংল্যান্ড অধিনায়কের কাছে আজকের ম্যাচে বোলারদের প্রতি বেশি আকৃষ্ট।কারণ বোলাররা যদি ভালো করতে পারে তাহলে আমাদের জয় নিশ্চিত হতে পারে।

কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা নটিংহ্যামে সহজ যাত্রা ছাড়া আর কিছু ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বাঁধে তারা হেরে গেলে ১০৫ রানের ইনিংস খেলেন এবং শুক্রবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাপক পরাজয় নেন।

ওয়েস্ট ইন্ডিজ ১০৫ রান দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলাররা ভূমিকা রেখেছেন। ইংল্যান্ডের স্বল্প বোলিং- নিয়ে পাকিস্তানের সমস্যাগুলির এড়ানো যাবে না।তাই ইংলিশ অধিনায়ক বোলারদের প্রতি বেশ জোর দিয়েছেন।

আর অন্যদিকে পাকিস্তানি বোলাররাও পাল্টা চমক দেখাতে পারে। কিন্তু ইয়ন মরগ্যান তাতে আগ্রহ না দেখিয়ে তিনি তাদের আগের সেরাটা দিতে চান।