প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদানের আবেদনের ফরম সংগ্রহ করার জন্য জন্য ভিজিট করুন– www.wewb.gov.bd ফরম ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে আগামী ৩১/০৮/২০১৭ তারিখের মধ্যে পরিচালক ( প্রশাসন ও উন্নয়ন) ওয়েজ অর্নাস কল্যান বোর্ড ,রুম নং- ৯১২,৯ম তলা, প্রবাসী কল্যাণ ভবনম৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন,রমনা ঢাকা এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।