সৎ,ন্যায়-নিষ্ঠ,প্রতিবাদী মুখ,
উন্নয়নে তাহার অপার সুখ,
শাহরাস্তি আজ পূর্ণ,
তাহার কাজের জন্য,
ধন্য মোরা ধন্য।
সুস্থদের বন্ধু তিনি, দুঃস্থদের সহায়,
মনে প্রানে জড়িয়ে তাহার, গরিব – অসহায়।
আইন তাহার রক্ষা কবচ,
বেআইনি কাজ!করেন নাকচ,
ভাবনা তাহার অপরিসীম,
শাহরাস্তির জন্য, ধন্য মোরা ধন্য।
বাল্য বিবাহ, ভিক্ষা প্রথা,
দিয়ে দেখ সমাজ নেতা,
আরো আছে বয়স্ক ভাতা,
যতই তুমি দশের মাথা।
দূর্নীতিতে পড়লে তুমি,
টানবে এবার জেলের ঘানি,
কেবল তাহার জন্য,
ধন্য মোরা ধন্য।।
শাহরাস্তি নাড়ি-নক্ষত্র,
ডানে বামে যত্র-তত্র,
সবাই হলো ধন্য,
তাহার কাজের জন্য,
শিক্ষার্থী ব্যাকুল মন্য,
তাহার অসংখ্য গুনের জন্য।
ধন্য আমি ধন্য,
লিখতে পারার জন্য।।