ছেড়ে এসেছি স্টেশন!
দিনের শেষ বেলাতে বিদায়ের সূর্যে
আমের পাতায় উঁকিঝুঁকি আলোয়
মুখের উপর আঙ্গুল বুলিয়ে যায়
পরম আদরে – যত্নে – বিষাদে
ছুটে চলে ট্রেন – ছুটছে!
কুমড়া পাতার সবুজ ডগাটা
মনে পড়ে খুব – খুব মনে পড়ে
প্রতারক ভালোবাসায় দাঁড়িয়ে
মুঠো মুঠো আবাদি মাটি
বৃক্ষ বেড়ে উঠে বিষ নিঃশ্বাসে
লিকলিকিয়ে – আমার হয়ে!
স্টেশন মুখ লুকিয়ে, খোঁজে অন্ধকারে!
জানলা দিয়ে দূরের গ্রামের
ছুটে চলা দেখি – বঁচক
মানুষের মত প্রাণী বুকে নিয়ে
আবারো কোনো ডোবায়, কাদায়
মুখ থুবড়ে মানিক হারাবে মানুষ!
ঝিক ঝিক ঝিক – ট্রেন ছুটে চলে!
ছুঁয়ে ছুঁয়ে দেখি বহমান ডাকাতীয়া
অনুরত প্রাণ দরদিয়া আমার
আমিও বুকে ধরে ছুটে চলি জল
পাল তোলা নায়ে , ধ্বংস কিংবা নির্মাণে
একমাত্র নিঃশর্ত প্রগাঢ় প্রেম আমার!
স্টেশন আর দেখা যায় না এখন!
আমার বাড়িটা, আমার ধুলামাখা পথটা
আমার প্রশন্নপুরটা, আমার তালগাছটা
আমার বাউলটা, আমার বাতাসী বাউলিটা
আমার প্রতারণার কাছে হেরে গিয়ে
প্রতারণা করেনি কুমড়া ডগা হয়ে!
হে, ছেড়ে এসেছি সেই ভুতুড়ে স্টেশন!
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ