জীবন চলার প্রতিটি ক্ষণে-
বাবা তোমায় পড়ে মনে,
কতদিন হল দেখিনা তোমায়;
শুনিনা তোমার কথা।।
সত্যি বুঝি!
সবাই বলে, তুমি নাকি-
দূর আকাশে -তারার দেশে থাকো?
কেন গ বাবা?
কি দোষ আমার?
কি করেছি?
কেন তুমি গেলে আমায় ছাড়ি?
সেখানে কি অনেক মজা?
অনেক কিছুই আছে তোমার?
টাকা-পয়সা কিংবা বাড়ি-গাড়ি?
মনে পড়ে -সেই দিনটি,
এর কথা সবাই বলে
হঠাৎ যেন কেমন হয়ে গেলে।
আশে-পাশে শত শত,
লোক হয়েছে জড় কত,
তোমার জন্যে সাজিয়ে তারা বিছানা দিল পেতে।
তুমিও যে কি! কলমা পড়ে-
সেই বিছানায় ঘুমিয়ে গেলে,
সাদা কাপড় দিয়ে তোমায় দিল তারা ঢাকি।
গভীর ঘুমে তলিয়ে গেলে,
আমার কথা ভুলে গিয়ে,
সাড়া দিলে না যতই আমি করেছি ডাকাডাকি।
নিয়ে গেল তোমায় তারা,
শুনলো না তো আমার মানা,
ফ্যালফ্যালিয়ে চেয়ে রইলাম তোমার যাবার পানে।
কেমন করে বাবা তুমি
এতো নিষ্ঠুর হলে?
এমন রূপ তোমার আমি দেখিনি তো আগে!
আজও তোমার সব কিছুই
আগের মতোই পড়ে আছে;
শূন্য লাগে যখন ভাবি -শুধু তুমিই নেই কাছে।।