তুমি পারতে

তুমি পারতে
নদী হতে
পারতে হতে
কচি ঘাঁসের
নদীর তীরে
মানিক বসে
গলা ছাড়ে
একা একা
পা’ছোয় জলে!

তুমি পারতে

তুমি পারতে
রক্ত জবা
পারতে হতে
পূজার অর্ঘ্য
ভক্ত মনে
মানিক মনে
ঘর বারান্দায়
শুধু আমার
সেই প্রাণনাথ!

তুমি পারতে

তুমি পারতে
আকাশ হতে
পারতে হতে
একলা বাড়ীর
মাথার উপর
ছাদ বাগানে
মানিক জোড়া
উড়তে পারার
এক সীমানা
নীলাঞ্চলে!

তুমি পারতে

তুমি পারতে
বাবুই হতে
পারতে হতে
ঘর কারিগর
বাঁধতে বাসা
তাল গাছটায়
মানিক সাথে
ঝড় তুফানে
বৃষ্টি বানে!

তুমি পারতে

তুমি পারতে
বগা হতে
পারতে হতে
নদীর চরে
শীত সকালে
মানিক আশায়
একলা একা
এক’পা জলে
ঠায় দাঁড়াতে!

তুমি পারতে

তুমি পারতে
শাপলা হতে
পারতে হতে
সব আষাঢ়ে
মন মনোহর
মানিক যেতো
নাওরী নিতে
বৌচোরা না’য়
প্রেমিক প্রেমে!

তুমি পারতে

তুমি পারতে
বাউলি হতে
পারতে হতে
একতারাটা
বাজিয়ে যেতে
বাউল মানিক
পথে ঘাটে
হৃদয় নগর
বাউল বাবার!

তুমি পারতে

তুমি পারতে
মানুষ হতে
পারতে হতে
মানবতা
আধার ঝেড়ে
মানিক মানুষ
ধর্ম আলো
নানান মাপের
আলো নিজে!
তুমি পারতে