ভন ভন করে আসছে যেন, এ্যাম্বুলেন্সের ডাকে!
বিনা পয়সায় ইনজেকশন দেয়, যাকে পায় তাকে।
পড়ার টেবিলে পড়তে বসলে, মারতে হয় মশা!
উহ্! আহ্! করে চিৎকার দিয়ে বলি!
হায়রে এ কেমন দশা।
ওহ্! কি বেদনা একটু উপায় চাই!
এই পৃথীবীতে মশার কামড়ে বেঁচে থাকা দায়।
ডেঙ্গুজ্বর, চিকুনগুনিয়ায় ভুগছে হাজার মানুষ!
মশা বলে রক্ত খাবো গাবুস-গুবুস।
বিকাল বেলা খেলতে যাই, ফুল বাগানের মাঠে!
হঠাৎ করে তেড়ে এলো, আমার রক্ত নিতে।
তখনি আমি মশাকে দিলাম একটা মার!
আমাকে তুই খেতে এসেছিস ? পাবি না তুই পার।
এবার আমি মারবো তোকে, বিষাক্ত কয়েল দিয়ে!
বাঁচতে যদি চাস, পালাও এবার গিয়ে।
ভাবছি এবার, কখন আবার, আসবে আমায় তেড়ে!
ধ্বংস করবো তাদের আমরা, ঐক্যবদ্ধ হয়ে।
এটা থেকে বাঁচার জন্য, একটি উপায় আছে!
পরিবেশেকে পরিস্কার রাখো, মুক্তি পাবে শেষে।