সেই দিন

হে অতীত,
তোমাকে রেখে চলে এসেছি এই নতুন জগতে।

হে অতীত,
তোমাকে মাঝে-মাঝে খুব বিরক্তি মনে করতাম।

হে অতীত,
ঐ দিনগুলোর কথা খুব মনে পড়ে।

হে অতীত,
ঐ যে শৈশবের সেই কাটানো দিনগুলি!

হে আমাদের অতীত,
ঐ যে স্কুল জীবনের শ্রেষ্ঠ দিনগলোর কথা।
মনে পড়েছে কি তোমার?

হে আমার স্মৃতিজড়িত অতীত,
আমি তোমার কাছে ফিরে আসতে চাই,
তুমি কি আমাকে আগলে রাখবে,
তোমার সেই ছায়াতলে?

হে আমার প্রাণের অতীত,
তুমি কি আমায় এই অন্ধকার জগত থেকে মুক্ত করবে?

হে প্রানয়ণিতা,
বুঝেছো আমার এই আবেগ-প্রবণতার কথা?

হে কল্পনার অতীত,
জানি তুমি আমাদেরকে তোমার ছায়াতলে রাখতে চাও না।

তুমি চাও আমরা তোমাকে ছেড়ে চলে যাই আমাদের ব্যাক্তিত্বের আসনে।

সত্যিই!তুমি কতই না আপন আমাদের,
নিজ স্বার্থ ছাড়া তুমি আমাদের নিয়ে ভাবো।

হে অতীত,
কিন্তু আমি যে তোমায় ভুলতে পারি না,
আমি আবারও যে তোমার কাছে যেতে চাই।