আমি যখন বলি
এ জাতিতে কোনো মানুষ নেই
লজ্জায় পড়ে পশুরা, ভীষণ লজ্জায়
বলতে কি পারো?
সে কোন পশু? স্বজাতির খুনি?
খুনির বসত অস্তি মজ্জায়?
তুমি যে ভাব
আমি তো নই, ওখানে ছিলাম না আমি
সে আমার কখনই কেউ নয়!
তুমি কি জানো?
তোমার প্রতিবাদহীন নিরাবতা তাকে
গড়েছে বিবেকহীন, করেছে এতটা নির্দয়!
তুমি নিজ হাতে
তাকে বানিয়েছো খুনি, মূল্যহীন এ মানুষ এখন
তুমিই তাকে সনদ দিয়ে বলেছো ঠিক আছে
বিচারহীন এ সমাজে
তুমিই রাজা, তুমিই আইন, তুলে নাও নিজ হাতে
ইচ্ছামতো ভাঙো গড় যা কিছু পাও আশেপাশে!
তুমিই উদাহরণ
শ্রদ্ধা করোনি তার মা বোন কোলের ছোট্ট শিশুটিকে
ধীরে ধীরে আইনের প্রতি বীতশ্রদ্ধ তুমিই করেছ তাকে
তোমাকে দেখেই
শিখেছে সে, হে তুমিই মারার খেলায় নামিয়েছো তাকে
মাথা লুকিয়েছো নরম বালিতে, গা এলিয়েছ নরম সোফাতে
যত ধীরেই খেলো
যতই অন্ন্যায় অবিচার লুকাও অন্তরালে
যতই খেলো নবিয়তী, যতই খেলো যীশু
এমন ভেবো না,
পার পেয়ে যাবে তুমি! হে তুমিও হারিয়েছো
মানুষের তকমা, হয়েছো তুমিও পশু!
উৎসর্গ: তিন বছরের তাসনিম তুবা’র মা তাসলিমা রেনু’কে
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ