জানিনা ওই দিনটি আমি কখনো ভূলবো কিনা! আমি তখন ক্লাস ফোর-এ পড়ি l দিনটা ছিল বৃহস্পতিবার l আর আমার বার্ষিক পরিক্ষা ছিল l বিষয় ছিল ইসলাম শিক্ষা l তখন প্রায় সকাল ৯:৩০টা বাজে l আর পরিক্ষা ১০:০০ টায় l দুরন্তপনার বয়স, দুরন্তপনার কোন কিছুই মনে হয় বাদ দেইনি তখন l
পরিক্ষা দিতে বের হবো হঠাৎ করে তাল পড়ার শব্দ পেলাম l দিলাম ভৌ- দৌড়, গিয়ে দেখলাম তালটা পানিতে পড়েছে l নেমে গেলাম পানিতে, তারপর কি হলো আমি নিজেও জানিনা ! কবে যতটুকু মনে আছে, আরো একটা তাল পড়লো, তবে হা এটা মাটিতে নয়, পানিতেও নয় আমায় মাথায়! আমি পানিতে ভাসতে লাগলাম …
এটা আমার নয় অন্য একজনের মুখের বানী, কারন যেহেতু গাঁও গ্রাম, পর পর দুইটা তাল পড়ছে, আর আমি একাই গেছি তাল কুড়াতে, এটা বেশ অবিশাস্য, তাই না! তারপর আর একটা ছেলে এসে পানিতে নামলো। তাল দুইটা জড়ো করে উপরে রেখে চলে গেল। আমাকে একটু পানি থেকে উপরে উঠানোর প্রয়োজনীয়তা বোধ করলো নাl
তারপর আম্মু আসলো, ততক্ষনে আমি কি ভাবে যেনো স্বাভাবিক হয়ে গেছি কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারছিলাম না কি ঘটছিলো ওখানে l আর হা যে ছেলেটা পানি থেকে তাল উঠিয়ে সাজিয়ে রেখেছিল, ও বোনের বাড়িতে চলে গেছে ততক্ষনে l
কিছুক্ষন পর সবাই আমাকে অবিশ্বাস করতে শুরু করলো। তাল পড়লে কি কারো মাথা থাকে!
আর হা পরিক্ষা! ওটা আর আমি দিতে পারিনি, স্কুলের ম্যাম আমাকে দয়া করে ৪৫ দিয়ে দিয়েছিল সে সময় কারন ক্লাসে আমার রোল নম্বর ছিল একl তবে ৪৫ পেয়েও, পরের বছর আবার প্রথমহয়েছিলামl
আল্লাহ হয়তো আমাকে বাচিয়ে রেখেছেl এবং সত্যিই তাল পড়েছিল আমার মাথার উপর! এই ঘটনার পর থেকে আমি আর তাল খাই না। তাল পড়ার শব্দ পেলেও দৌড় দেই না আর। না, তাল গাছের নিচ দিয়েও হাটি না আমি আর।