রহমতের এই মাস রমযান মাহিনা
বরকতের আভাস পুণ্য ছাড়িনা
মাগফিরাতের দ্বার উন্মুখ আঙিনা
এলো কদরের রাত নেকি অর্চনা৷
হাজার মাসের চেয়েও দামি উপহার
পাক কোরআনে যার সাক্ষ্য বিধাতার
জাগরিত রাত্রি মুমিন মুমিনার
ঈমান ইহতিসাব ইবাদত বন্দেগির৷
স্রষ্টার আহবান নাযিল কোরআন
পূর্ণ হলো আজ হেদায়েত অভিধান
সত্যের দিশা পেয়ে শান্তির সওগাত
চূর্ণ হলো সব কুফর যুলমাত৷
শ্রেষ্ঠ বাণী আজ লওহে মাহফুজ
দান করিলেন খোদা মদিনায় গম্বুজ
মক্কায় আনিলেন তাজা ঈমানবল,
মদিনায় দিয়েছেন সুসংবাদ উজ্জ্বল৷
শ্রেষ্ঠ নবীর তরে উত্তম মোজেজা
সন্দেহ নেই যাতে নির্ভুল সজ্জা৷
ফেরেশতা জীবরাঈল আনিলেন কোরআন
ধরণীতে আজ কেটেছে অসুর বান৷
তাইতো এই রাত পূর্ণ সওয়াবে
আয় রে পাপী-তাপী যত আছো গুনাহে
আল্লাহর আহবানে হও রে নতশির
তাহাজ্জুদ গুজারে পার কর রাত্তির৷
মসজিদ ভরপুর প্রফুল্ল উদ্যান
ছড়িয়ে হকের বাণী কোরআনের সাম-গান
ছোট্ট শিশু থেকে বৃদ্ধের কোলাহল
আনন্দে মাতোয়ারা পাড়া-প্রতি চলাচল৷
শূন্য হৃদয় আজ পুণ্যে অশ্রুপাত
সৌভাগ্য বয়ে নিয়ে এলো কদরের রাত৷
দেওয়ান মোঃ ছাইফুদ্দিন৷ বাবার নাম মাওঃ ছালাহউদ্দিন দেওয়ান ও মায়ের নাম ছালেহা খাতুন৷ চাঁদপুর জেলার সদর উপজেলা, ফরক্কাবাদ গুলিশা গ্রামের দেওয়ান বংশের সন্তান৷ বর্তমানে অনার্স করছেন চাঁদপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে৷ ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি কবিতা, গজল-সংগীত ও আর্টিক্যাল লেখার প্রতি বেশ ভালোলাগা কাজ করে৷ বলতে গেলে, বরাবরই বাংলা সাহিত্যের প্রতি একটা ঝোঁক রয়েছে তার৷