আরব মরুর বিশালতা ভাবনা আমায় টানে
বালির কণার কথা শুনে আঁকছি মনে মনে৷
বলছে কি যে আমি থাকি দগ্ধ রৌদ্রোজ্জ্বলে
কখনো বা সাইমুম বেশে স্রোত প্রতিকূলে৷
আমি করলাম ব্যক্ত এবার তাহার সংগোপনে
জানি না কি গতি আবাদ করছে মানবমনে৷
দুজন থাকছি কাছাকাছি তবুও যেন দূরে
আপন-পরের ভেদাভেদ মন গাইছে সুরে সুরে৷
যারে আমি কাছে টানি সেইতো থাকে পরে
কত কথা দিয়ে ব্যথা যায় যে চিরতরে৷
ভালো-মন্দের আবাসভূমি এই হৃদাঙ্গনে
জগৎব্যাপী করছে বিরাজ কত শত পণে৷
হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা বাড়ছে ক্ষণে ক্ষণে
দ্বন্দ্ব-আঘাত, অহংকারের শেষ সীমানা হানে৷
মানুষ যেন অসংযম আর অশান্তির অধীনে
এসব থেকে রেহাই পাবো কোন মন্ত্র কিনে!”
আমি হলাম সহিষ্ণুতার শীর্ষ অবস্থানে
বলছে আমায় আরব মরু বীরত্ব দর্পণে৷
আমার থেকেই জন্মাতো বীর পুরো বিশ্ব মানে
কাঁপিয়েছে পূর্ব-পশ্চিম উত্তর ও দক্ষিণে৷
আবার আমি দয়ার সাগর লালন করি প্রাণে
আরব দুলাল মুহাম্মদ-ই ﷺ তাহা ভালো জানে৷
কিশোর থেকেই সত্যবাদী ভ্রাতৃত্ব দর্শনে
সত্য-ন্যায়ের প্রতীক তিনি ভুবন চিত্রাঙ্কনে৷”
যে করেনা দয়া-মায়া তারে সবাই ঘিনে
নিজের দিকে ফিরেনা দয়া অপর প্রেমবিনে৷
মরু আরবকে কথা দিলাম হস্ত শপথ তলে
ভালো মনের মানুষ হব এসব মেনে চলে৷
দেওয়ান মোঃ ছাইফুদ্দিন৷ বাবার নাম মাওঃ ছালাহউদ্দিন দেওয়ান ও মায়ের নাম ছালেহা খাতুন৷ চাঁদপুর জেলার সদর উপজেলা, ফরক্কাবাদ গুলিশা গ্রামের দেওয়ান বংশের সন্তান৷ বর্তমানে অনার্স করছেন চাঁদপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে৷ ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি কবিতা, গজল-সংগীত ও আর্টিক্যাল লেখার প্রতি বেশ ভালোলাগা কাজ করে৷ বলতে গেলে, বরাবরই বাংলা সাহিত্যের প্রতি একটা ঝোঁক রয়েছে তার৷