বদরের ডাক


মদিনার অলিগলি যবে ইসলাম পরিপূর্ণ
মক্কার কাফের-মুশরিক সবে হয় আশাশূন্য
কি করেছিলুম এতদিনে দিয়ে কত যন্ত্রণা
শত ষড়যন্ত্র বেঁধে কর্ণে ঢেলে কুমন্ত্রণা৷

আরব আকাশে আশার আলোয়ে
হবে মুক্তির পয়গাম বেশে ইসলাম সূচনা,
এই ভেবে রাত নির্ঘুম কাটে দুর্ভোগ
আবু জেহেল, সুফিয়ান, ওতবার অনুশোচনা৷

করে নির্মাণ রণপ্রাঙ্গণ আর সশস্ত্র বাহিনী
দিনক্ষণ ঠিক সৈন্য অধিক বদর কূপের ধারে
তৈরি হবে ইতিহাস জয়-পরাজয় কাহিনী৷

মুসলিম সে তো মাথা নোয়াবার নয়
যত আসুক অশুভ সব অসুরসৈন্য-
হোক না অধিক তিনগুণ
তবু প্রভুর নির্দেশে জীবন করিবে ক্ষয়৷

শুক্রবার শুরু হলো যুদ্ধ অভিযান
দ্বিমুখী লড়াইয়ে রক্তাক্ত বদর সতেরোই রমযান৷
“মুসলিম স্বরধ্বনি- তুলে বিকট আওয়াজ প্রভুর
বীরবিক্রমে ঈমানী অনলে আল্লাহু আকবার৷”

তিন’শ তেরো মুসলিম বীর বিপরীত সৈন্য হাজার
ঘাত প্রতিঘাতে করলো পরাজয়-
লুটিয়ে পড়ল শিরতাজ- শিরক উপাসনার৷

বিজেতা মুসলিম বীরবেশে হল আগুয়ান
মিথ্যা আজ গড়াগড়ি, সত্যের পতাকা ঘুড়ি-
উড়িয়ে নিশান প্রতীকী থাকিবে পবিত্র রমযান৷
“শ্রেষ্ঠনবী মুহাম্মদের ﷺ নির্দেশ অনুসার
যুদ্ধ হবে আমাদের তবু বিজয় আল্লাহর৷”

যুগে যুগে সত্যের অস্তিত্ব লড়াইয়ে
শান্তি- সৌম্য- স্বাধীনতার দিয়েছে প্রমাণ,
যেখানে মাযলুম ক্রন্দিত সেখানে ফিরে পাবে
শান্তি সংগ্রামের এই আহবান৷