রংধনু আর আমার ভাবনা!

বৃষ্টির দিনে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে সূর্যের আলোকরশ্বি  যখন উকি দেয় তখন অপরদিকে আকাশে ভেসে ওঠে গগন বিস্তির্ন রংধনুর সাতরং এর আলোকরশ্বি। সূর্য্যের আলো তার সৌন্দর্যকে বিকশিত করে আমাদের মাঝে এই রংধনুর ৭ রং ছড়িয়ে দেয় যার স্থায়িত্বকাল অতি অল্প! 

সেরকম ভাবে আমাদেরকেও এ পৃথিবীতে পাঠানো হয়েছে রংধনুর মত চারদিকে আলো বিকশিত করবার জন্য, কিন্তু আমরা কি তাই করি বা করতে পারি? আমাদের ভাবা উচিত যে, সময় আমাদের খুবই কম!! 

পথপ্রদর্শক রংধনুকে দেখে কখনো কি আমরা একথাটা আদৌ ভাবি যে সেই রংধনুর আলো নিভে গেলে যেমন রংধনুর কোন অস্তিত্ব থাকেনা, সে ফিরে যায় তার উতপত্তিস্থলে, তেমনি আমাদের সময়ও কোন না কোন একসময় শেষ হয়ে যাবে আর আমাদেরও ফিরে যেতে হবে সেই বিশেষ  সুত্রপাত আল্লাহতায়ালার কাছে। 

রংধনু যেমন তার আভা ছড়িয়ে আমাদের আনন্দ দিয়ে চলে যায় আর মনের ভেতর শান্তির এক দাগ কাটা থাকে, তেমনি আমরা কি পারি বা পারবো পৃথিবী থেকে চলে যাবার আগে এমন কিছু করে যেতে যাতে করে পৃথিবীর মানুষ এর ভাল হয় এবং আল্লাহ্ তায়ালাও খুশী হন?