যে নদীটা ডাকছে এখন
যে ধুলিটা মাখছো এখন
যে সবুজে তাকিয়ে ছিলে
যে নীলিমায় হাত বাড়ালে
যে বাগানে ঠায় দাঁড়ালে
যে ভালোবাসায় মুখ বাড়ালে
যে বুড়িটা আদর আদর
যে মনেতে প্রেমের জ্বর
যে বেলিটা ঝুলছে ডালে
যে বৃষ্টি জলে পা ভিজালে
যে কথাটা বলতে গিয়ে
যে মনেতে ব্যথা নিয়ে
যে কথাটা বলে শেষে
যে আঁখিতে জল এসেছে
যে মধুর ঠোঁটে পদ্ম ভাসায়
যে হাসিতে মানিক হাসায়
যে পথটা এই পথে মেশায়
যে পথে তে থাকি আশায়
যে পথটির ধুলায় বাঁচি
যে পথে আজো বসে আছি ।
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ