আলোর খোঁজে নদী!
অন্ধকার এই পাহাড় গুহায়
বন্দি থাকে যদি!!
অন্ধকারে আলো খোঁজা
অন্ধ হবার ভয়
হাতের মুঠোয় সূর্য ঢাকা
এতো সহজ নয়
থাকলে আলো ভাসবে আলোয়
পাহাড় সাগর নদী
ভাসবে তুমি মিষ্টি আলোয়
লেগে থাকো যদি।
জীবনটা এই নদীর মতোই
বইতে থাকো তুমি
বইতে থাকো মানুষ হয়ে
সূর্য যাবে চুমি।
কে কার খোঁজে, আলো, নদী
কর্ম বোধেই সার
কর্মেই বাধে আলোর সোপান
কর্মেই মোছে আধার!
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ