ঈশ্বর আমায় দেখে রেখো
দেখে রেখো হৃদয় স্পন্দন
মানুষ, স্বপ্ন, দৃষ্টি, বিশ্বাস
আমার আমাকে দেখে রেখো
আমার নদীটাকে দেখে রেখো
দেখে রেখো একলা বাড়িটা
বাড়িতে যাবার কাঁচা রাস্তাটা
আমার সাতারুকে দেখে রেখো
আমার আকাশটাকে দেখে রেখো
নীল, জ্যোৎস্না কিংবা ভোরের আলো
মেঘ, বৃষ্টি, কাছের দূরের তাঁরা গুলো
আমার ডানা গুলো দেখে রেখো
আমার সন্তানদের দেখে রেখো
দুধে ভাতে ধর্য্য শান্তি মানবতায়
শুভ অভিসন্ধান, ন্যায় সততায়
আমার মাতৃভূমিকে দেখে রেখো
আমার দারিদ্রতাকে দেখে রেখো
অনাদর অবহেলা অভাব দারিদ্রতা
মনের আন্তরিকতা দিয়ে দারিদ্রতা
আমার অসহায়ত্ব দেখে রেখো
আমার আলোটাকে দেখে রেখো
লোভ, ঘৃণা, প্রতিশোধ, প্রতিহিংসা
পশুটাকে মাটিচাপা দিয়ে রেখে
আমার সূর্যটাকে দেখে রেখো
আমার আকারকে দেখে রেখো
জলবায়ু মৃত্রিকা শষ্যদানা বৃক্ষাদি
প্রাণ, প্রাণী, নিগূঢ়, দরদিয়া
আমার নিরাকারকে দেখে রেখো
আমার পাগলটাকে দেখে রেখো
পাগলামিতে প্রেমে প্রার্থনায় ধ্যানে
অনুপম বাউলী বাতাসী সুগন্ধিতে
আমার দেউলিয়াত্ব দেখে রেখো
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ