শুনেছি,
গত বর্ষায় কদম ছাড়া, ইচ্ছে করেই ছিলে
এবার আমি এক গুচ্ছ কদম নিয়ে এলাম
অনেক খুশি হবো মনের থেকে
ভালোবেসে নিলে!
শুনেছি
গত বর্ষায় বৃষ্টিতে ভিজলে তুমি, একা
এবার নাকি আমায় সঙ্গে নিবে
গত বর্ষার সকল ইচ্ছা গুলি
শুধু আমায় দিবে!
শুনেছি,
এবার শ্রাবন ধারায় ভিজে দুজন
ঠান্ডা বুকে নিবো
তুমি আমি বিকেল বেলায় গরম
চা’য়ে চুমুক দিবো।
গত বর্ষার স্বপ্ন কদম
মনের খাঁচায় লুকিয়ে ছিলাম,
এই বর্ষায় পুষিয়ে দিবো
স্বপ্ন সোহাগ ওমে দিলাম।
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ