-: মানিক :-

বলছি শোনো

এক দেশে এক মানিক ছিল
মানিকের এক দরদী পিতা ছিল
পিতা’র এক বিশাল হৃদয় ছিল
হৃদয়ে অনেক স্বপ্ন আবেগ ছিল
স্বপ্ন আবেগে তাঁর ছেলেমেয়েরা ছিল
ছেলেমেয়েদের একটা নদী ছিল
নদীর ও এক জন প্রেমিক ছিল
প্রেমিকের একটা শেষ ইচ্ছা ছিল
শেষ ইচ্ছের এক খন্ড জমি ছিল
এক খন্ড জমির একটা ঘর ছিল
একটা ঘরে অনেক শান্তি ছিল
শান্তির ঘরে একজন বঙ্গবন্ধু ছিল
বঙ্গবন্ধুর এক সোনার বাংলা ছিল
সোনার বাংলায় লক্ষ কোটি মানিক ছিল।

শুনছো?
বঙ্গবন্ধুর এই বাংলায় অনেক মানিক আছে
তুমি লক্ষ কোটি মানিকদের একজন আছো

হে বলতো শুনি,
আমারও একটা গল্প আছে
এক দেশে এক মানিক ছিল…