আমিই সবার শেষে

স্মৃতি কাতর মনটা পুড়ে
দেখি মনের ভাঁজে মন
তুমি আমায় ভাবছো না আর
ভাবি, তোমায় ভাবিনা কখন!

সব কিছুরই সামনে তুমি
আমিই সবার শেষে
ভালোবাসা ঘৃণা বলো
নিঃস্ব ভালোবেসে!

কিছুই হয়তো দেইনি তোমায়
ছিল দেবার অনেক কিছু
সেই অবজ্ঞা আর অবহেলা
আর ছাড়েনি আমার পিছু

ভালোবাসায় খাঁদ ছিল না, ছিল
অনেক ভালোবাসা বাকি
ভাবলে তুমি এ অতৃপ্ত প্রাণ
সব শুভঙ্করের ফাকি!

এ ঘাট ও ঘাট নৌকা ভিড়ায়
অস্থির এই মাঝি
ফুলে ফুলে উড়ে বেড়ায়
ভরিয়ে নিতে সাজি!

তুমি ছাড়া এ পূজারী মন
শ্মশানের পথে হেসে
সব কিছুরই সামনে তুমি
আমিই সবার শেষে!