না তোমার, না আমার

আমার আমার আমার !

না তোমার, না আমার
চার দিনের গৃহাগত
আসা যাবার পথ যত
চলে যাবে, যে চলে যাবার!

পথের যাত্রী আবার
নদী খেয়া পারাবার
ওই সেই সোনার নায়ে!

না তোমার না আমার
মাটিতে হাত রেখে
উষ্ণতা খুঁজে দেখে
বাতাসে ভেসে উঠো এবার!

ঈশ্বরের গন্ধ খোঁজো
দেহের চোখটি বুজো
মাটিতে মিশে হাজার বছর ধরে!

না তোমার, না আমার
ফসকে গেলে হাত
কোথায় প্রাণ নাথ?
রবি ঘন কালো আধার!

মন যে যার মতো
নীরবে বয়ে যায় ক্ষত
কোথায় মিশে গোপন নিরাময়!

না তোমার, না আমার

না সন্তান না ভূমি
দখিনা বায়ু মৌসুমী
সবাই চেয়ে পথ – যাবার!

এই অচেনা দেশে
এসে গিয়ে অবশেষে
হে ফিরবে কি খুব অচেনা হয়ে!

এই সেই চলার পথ – পথের!
না তোমার, না আমার!!