একটি লাল গোলাপ রেখে যাবো
তোমার কাছে যেতে পারিনি বলে আক্ষেপ করে
তোমার হাতে হাত অনন্তকাল রাখতে পারিনি বলে
তোমার পাশাপাশি হাটতে পারিনি বলে, এই আমি
একটি লাল গোলাপ রেখে যাবো -তোমার জন্যে
সুগন্ধী ভরা একটি লাল গোলাপ রেখে যাবো আমি!
মহামায়ার স্বচ্ছ জলে হাত রাখবে, হাতে হাত রেখে
পবিত্র প্রকৃতি সাক্ষী রেখে, প্রতিজ্ঞায় থাকবে আমার
আজীবন – আমরণ – প্রশান্ত পাড়ের বিশালতায়
ধর্ম সাগর পাড়ে পিঠে পিঠ ঠেকিয়ে জিরুবে সূর্যমুখী
সাজেক এর সবুজ চূড়ায় ঘর বাধবো তুমি আমি
মেঘের উপর ধুয়ায়িত গরম গরম চা হাতে মুখুমুখি
এমনই কথা ছিল ডাকাতীয়ার কাছে, আমার নদীটার কাছে
এমনই কথা ছিল ফুল, পাখি, জোনাকি পোকার কাছে
ছেঁড়া দ্বীপের স্বচ্ছ নীল জলে কাঁধে হেলান দিয়ে
বাম হাতে আমার ডান হাতটা শক্ত করে ধরে রেখে
বুকে এঁকে যাবে নীল প্রেমের এক অদ্ভুত কবিতা ;
পাহাড়িদের নানান ধরণের ভর্তা দিয়ে খাবার খাবো
সাকি সুরা, রাঙামাটির মনোরম লেইক ঘুরে এসে
হটাৎ শুনতে চাইবে আবারো আমার গেয়ে উঠা গান
এমনই কথা ছিল ডাকাতীয়ার কাছে, আমার নদীটার কাছে
এমনই কথা ছিল ফুল, পাখি, জোনাকি পোকার কাছে
নিঝুম দ্বীপে মাতাল আমাকে খুঁজবে আদরে আদরে
নীলাচলে মেঘ ছুঁয়ে যাবে গালে গালে তোমার আমার
উপর থেকে দেখতে পাওয়া পাহাড়ি ছোট্ট নদীটার ঢালুতে
ঘর বেঁধে চির দিনের জন্যে থেকে যাবো তোমার সাথে
শীত শীত দিনে কোনো এক রিজোর্টের রুম থেকে
কুয়াকাটার সূর্যোদয় সূর্যাস্ত দেখবে আমার পিঠে শুয়ে
এমনই কথা ছিল ডাকাতীয়ার কাছে, আমার নদীটার কাছে
এমনই কথা ছিল ফুল, পাখি, জোনাকি পোকার কাছে
রাতারগুল জলাভূমির বনে প্রেম শিকারে বৈঠা হাতে আমি
তুমি আঙ্গুল দিয়ে জলে এঁকেই যাবে প্রেম, একেঁই যাবে
মৃদু বাতাসে চুল গুলি এলিয়ে পড়বে আমার মুখের উপর
অদ্ভুত এক বন্দনায় প্রিয় সুনামগঞ্জ আর টাঙ্গুয়ার হাওর;
তুমি গা ঘেসে দাঁড়িয়ে, প্রবল বাতাসে ঢাকা বরিশাল স্টিমারে
দুপাশের গ্রাম গুলি হেটে চলবে আমাদের সাথে, পাখিরাও
এমনই কথা ছিল ডাকাতীয়ার কাছে, আমার নদীটার কাছে
এমনই কথা ছিল ফুল, পাখি, জোনাকি পোকার কাছে
তিন্দু রেমাক্রি ঝর্ণায়, ছোট বড় পাথরের মাঝে তোমার
অবাক ভালোবাসায় আমার গোপন ঝর্ণার সন্ধান পাবে
নাফাখুম জলপ্রপাত আমার কাছে বইয়ে নিয়ে যাবে
পৌঁছে যাবো বট বৃক্ষের উপরে বানানো ছোট্ট টং ঘরে ;
এমনই কথা ছিল ডাকাতীয়ার কাছে, আমার নদীটার কাছে
এমনই কথা ছিল ফুল, পাখি, জোনাকি পোকার কাছে
তোমার কাছে যেতে পারিনি বলে আক্ষেপ করে
একটি লাল গোলাপ রেখে যাবো -তোমার জন্যে
সুগন্ধী ভরা একটি লাল গোলাপ রেখে যাবো আমি!
সময় করে এসো
না নিতে চাইলেও এসো, এসে দেখে যেও – দেখে যেও
বেশ পুরানো কবরে মাটি চাপা, বুকের উপর মাটি
মাটির উপর গোলাপ গাছটা এবং অদ্ভুত ভাবে সেই
গোলাপ গাছে, একটি মাত্র ফুল ফুটে আছে, গোলাপ
সুগন্ধী, একটি মাত্র লাল গোলাপ!
একটি লাল গোলাপ রেখে যাবো আমি
বলেছিলাম না, একটি লাল গোলাপ রেখে যাবো আমি!
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ