কুস্তিগীর নই – আমি কবি

কুস্তিগীর নই – আমি কবি
আমাকে দেখাবার কিছু নেই
আমি সাদা কাগজে
পেন্সিলে আঁকা ছবি!

আমার বোধ, চিন্তা, ক্ষোভ
যেতে পারে না কাগজের বাইরে
আমি দূর্জন এড়াই
বুকে তুলে নেই ভাইরে!

কুস্তিগীর নই – আমি কবি!

আমার ভালোবাসা বিরহ ব্যথা
মিশিয়ে দেই ধূসরতায়
মিশে যাই গ্রাফেইটে
সীসটি জড়ানো আমায়!

কুস্তিগীর নই – আমি কবি!

কারো অবহেলায়
কারো ভালোবাসায়

মানুষ মুখোশ খুলে ওদের
গড়ায় মেতে আছি
কাগজে পেন্সিলে
আমি এ ভাবেই বাঁচি!

কুস্তিগীর নই – আমি কবি!

ঘৃণা করো বা মমতা –
এর বাইরে যাবার ক্ষমতা
নেই আমার !