বৃষ্টি :-
মেঘলা মেঘলা মৃদু বাতাস
মুষল বৃষ্টি ঝরে
মন তুলে চাই আকাশ ভরে
সিক্ত তাঁকে স্মরে!
তুই কি ভাবিস ছবি আঁকিস
জল রঙা ক্যানভাসে
ভেসে উঠে ভালোবাসায়
মুখটা আশে পাশে!
আমিও ভাবি পদ্যে পদ্যে
আমিও ভাবি নদী
বর্ষা বৃষ্টি ডাকাতীয়ায়
সাথে পেতাম যদি!
পেতাম যদি একলা বাড়ি
বৃষ্টি বাদল শেষে
গান শুনাতাম নদীটাকে
বসতে কাছে এসে!
খালের মুখে বেয়াল ফেলে
বৃষ্টি ভেজা জেলে
দেখে দেখেই সময় কাটে
পড়া শুনা ফেলে!
সেদিন গুলি খুঁজে ফিরি
সেসব মানুষ খুঁজি
সোনার মানুষ খুঁজে খুঁজে
ক্লান্ত দু’চোঁখ বুজি!
যা না নিয়ে দু’হাত ধরে
জীর্ণ অতিমারী
ধর্ম বর্ণ ঘুচিয়ে দিয়ে
হাসুক অভিসারী!
ক্যানবেরা
০৪/০৫/২০২১
#মানুষখুঁজিভালোবাসায়
আর সবার মতো বৃষ্টি আমারও খুব প্রিয়।
আজ সকাল থেকে বৃষ্টি – রাতেও বৃষ্টি হয়েছে। ঘর থেকে অফিস যাবার পথে খুব ভিজতে ইচ্ছে হচ্ছিলো!
কবি, কথা সাহিত্যিক, মানবতাবাদী, সমাজকর্মী ও আইটি বিশেষজ্ঞ