যেখানে তোমার ভালোবাসা নেই,
সেখানে গিয়ে কী হবে?
যেখানে তোমার আকাঙ্খা নেই,
সেখানে গিয়ে কী হবে?
যেখানে তোমার অনুভুতি নেই,
সেখানে গিয়ে কী হবে?
যেখানে তোমার মতাদর্শ নেই,
সেখানে গিয়ে কী হবে?
যেখানে তোমার জঞ্জালিত ভরা মন নেই,
সেখানে গিয়ে কী হবে?
তুমি যেওনা সেখানে,
যেখানে তোমার দিন-রাত নিজেকে
বিফল মনে হবে?
যদি তুমি এই বিফলে যাও, তো যাও?
কিন্তু তোমার এই মনের বাইরের
বিফল পথের সমাধান কি দিতে পারবে?
নাহ! কখনোই না।
তো সেখানে গিয়ে কী হবে?
লেখক, ক্রীড়া সাংবাদিক ও সমাজকর্মী