মা

মোঃ সুমন আহমেদ

পৃথিবীতে অতি ক্ষুদ্র শব্দ মা,
এত মিষ্টি মধুর লাগে যা।
জন্মের পর সন্তান প্রথম ডাকে মাকে,
সব সন্তান নিরাপদ মায়ের আঁচলে থাকে।

মা মানে নিঃস্বার্থ ভালোবাসা,
মা মানে কঠিন নিরাপত্তা।
সন্তানের যত আসুক বিপদ-আপদ,
মায়ের দোয়ায় সন্তান থাকে নিরাপদ।

সন্তান অসুস্থ হলে,
মায়ের চোঁখে ঘুম যায় চলে।
সন্তানকে খাওয়ায়,না খেয়ে নিজে,
এমন আপন আছে কে বা যে?

আমার মাকে না দেখলে একমুহূর্ত,
মনে লাগে কষ্ট বিদূর্য।
শত কষ্ট পেলেও মা এমন,
সন্তানকে আগলে রাখে সারাটি জীবন।