যারা কিছুদিন আগে পড়াশুনা শেষ করে প্ল্যান করেছিলেন যে জব মার্কেটে চলে আসবেন ঠিক সেই সময়ই যে বৈশ্বয়িক মহামারী পৃথিবীতে দেখা দিয়েছে তার জন্য আপনি এখন পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জবটি পাচ্ছেন না। আপনি ধরে নিয়েছেন আপনি একজন শিক্ষিত বেকার। পৃথিবীতে শিক্ষিত বেকারের যে সংখ্যা বাড়ছে তার মধ্যে আপনি একজন।
নিজেকে এভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। এই সময় আপনার সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হলো ‘ফ্যামিলি সাপোর্ট’। আপনি আপনার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করুণ যে এই পরিস্থিতিটা কারো হাতে ছিলো না, এর জন্য পৃথিবীতে অনেক জব আমরা হারিয়েছি। বিজনেস যেহেতু বাড়ছে না তাই জব ক্রিয়েট হচ্ছে না, অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না।এই কারণে কোনো জব সার্কুলার নেই তাই আপনি জব পাচ্ছেন না। এটি খুবই যৌক্তিক ব্যাপার।
আপনি আপনার পরিবার কে এটা বোঝানোর চেষ্টা করুণ আপনি এই সময়টায় প্রিপারেশন নিচ্ছেন কিভাবে ভবিষ্যতে আপনি একজন ভালো চাকুরীজীবি হতে পারেন অথবা কিভাবে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে নতুন একজন উদ্যোক্তাও হতে পারেন। আপনি এই সময়টাকে অযথা নষ্ট না করে, ঘুমিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট না করে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারেন, জ্ঞান সংগ্রহ করতে পারেন । বিভিন্ন জবের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। আপনার সিভি টাকে খুব ভালোভাবে আপডেট করতে পারেন, ভালো প্রফেশনাল যারা আছেন তাদের সাথে শেয়ার করতে পারেন। যাতে করে তারা আপনাকে বিভিন্ন সময় সাহায্য করতে পারে।
সামনে সরকারি জব এর যে সার্কুলার গুলা আসবে, অলরেডি আসা শুরু হয়ে গেছে সেটার জন্য আপনি এমনভাবে প্রিপারেশন নিতে পারেন যাতে আর ১০টা ঘুমিয়ে থাকা প্রতিযোগীদের চেয়ে আপনি অনেক ভালো করতে পারেন। আমি বলব এই ক্রাইসিস টাকে অপরচুনিটি হিসেবে নিতে শিখেন। তাহলে আপনি অবশ্যই সফল হবেন। ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের ফল অবশই মিষ্টি হয়। হতাশ হবেন না, হ্যাপি থাকুন।
লেখক ও মানবসম্পদ উন্নয়ন কর্মী